যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পূজি। (joto nahi pai debota tomay)

          তাল: দাদ্‌রা
যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পূজি।
যতই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুজি
কত সে রূপের রঙের মায়ায়, আড়াল করিয়া রাখ আপনায়
তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি॥
কাঁদালে যদি গো এমন করিয়া কেন প্রেম দিলে তবে
অন্তবিহীন এ লুকোচুরির শেষ হবে নাথ কবে?
সহে না হে নাথ বৃথা আসা-যাওয়া ─
জনমে জনমে এই পথ চাওয়া
কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল চোখের জলের পুঁজি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)]। এফটি ১২৫৭৬। শিল্পী: রমলা মজুমদার। সুরকার: সুবল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১৮ সংখ্যক  গান। রেকর্ডে রমলা মজুমদারের-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৫৯-৬১] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি
    • সুরাঙ্গ: ভজনাঙ্গ
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা
 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।