যত ফুল তত ভুল কণ্টক জাগে (joto ful toto bhul kontok jage)

যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
হেথা চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ
হেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ:
আছে মান-অভিমান পিরিতি-সোহাগে॥
হেথা   হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
ব'ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।
স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
সুন্দর আঁখি আছে, নাই আঁখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ  (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
     
  • মঞ্চ। অন্নপূর্ণা। মণিলাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মঞ্চস্থ: মিনার্ভা থিয়েটার। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬) চরিত্র: নর্তকীদের নৃত্যসহ গান। শিল্পী- গৌরী, প্রভা, দেবলা, কমলা, সুশীলা প্রমুখ। সুর- নজরুল]
     
  • রেকর্ড: টুইন। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)এফটি ১৩৬০০। শিল্পী: মেনকা বন্দ্যোপাধ্যায়।  [শ্রবণ নমুনা]  [আরিফা নিশাত (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২৪ সংখ্যক গান]  [নমুনা]
  • সুরকার: চিত্তরায়
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পদা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।