যদি আমি তোমায় হারাই, তুমি যেয়ো না নাথ

যদি আমি তোমায় হারাই, তুমি যেয়ো না নাথ হারিয়ে।
আমি পথ হারালে ধ’রো আমায় আঁধারে হাত বাড়িয়ে॥১
ঝড়-বাদলে নিশীত-রাতে
লুকিয়ে চ’লো আমার সাথে,
ফুলের কাছে নিয়ে যেয়ো কাঁটার বাধা ছাড়িয়ে॥
তোমায় দেওয়া এ প্রাণ যদি অন্যে চাহি দানিতে,
তুমি যেন ‘না’ বোলো না কঠোর আঘাত হানিতে।

চঞ্চল মোর চিত্ত যেন
তোমার পায়ে টেনে এনো
তোমার পূজা শিখায়ো নাথ তুমিই পাশে দাঁড়িয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল  ৩৬ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২]। সংখ্যা ২০৯৯। পৃষ্ঠা: ৪৩২-৪৩৩
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৬(বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪২)]। এন ৯৭২৩। শিল্পী: আভা সরকার। সুর: কমল দাশগুপ্ত
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ২০। পৃষ্ঠা: ৭৯-৮১ নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।