যদি শালের বন হ'ত শালার বোন (jodi shaler bon hoto)

যদি     শালের বন হ'ত শালার বোন,
          ক'নে বউ হ'ত ঐ গৃহেরই কোণ,
ছেড়ে   যেতাম না গো শালার বোন,
আমি    থাকতাম পড়ে সদা, খেতাম না গো, শালার বোনথ 

          বনে হারিয়ে যেতাম,
          শালার বোন ঐ বৃন্দাবনে না হয় চারিয়ে যেতাম 

          দাদা গো, ওগো দাদা 
আর     মাকুন্দ হত যদি কুন্দবালা,
হ'ত     দাড়িম্ব সুন্দরী দাড়িওয়ালা,
আমি    ঝুলে যে পড়তাম দাড়ি ধ'রে তার 

          জয়নাথ তরকনাথ বলে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ'রে,
বাবা    দুগ্‌গা ব'লে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ'রে তার 

          দাদা গো, ওগো দাদা 
আহা    বাচ্চা হইত যদি চৌবাচ্চায়
নিতি    পানকৌড়ি হ'য়ে ডুবে থাকিতাম তায়,
যদি     দামড়ার ল্যাজ হ'ত কুন্তল দাম
          বেণী রূপে ল্যাজ ধ'রে মাঠে দাঁড়াতাম 
 ঘুরে যে বেড়াতাম, তার
          আমি ল্যাজ ধ'রে ঘুরে যে বেড়াতাম, দাদা গো 

যদি     ভাগ্যগুণে এক মিলিল শালী 
বাবা    বিশাল বপু তার সে যে বিশালী,
ওযে    শালী নয় শালী নয়, শাল্মলী তরু সম
          সে যে বিশালী গো, শাল্মলী তরু সম সে যে বিশালী গো, 

আহা    চিম্‌টি শালীর হ'ত বাবলা কাঁটা,
হ'ত     শর-বন তার খ্যাংড়া ঝ্যাঁটা
          খ্যাংড়া মেরে বিষ ঝেড়ে যে দিত গো 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই  সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। কীর্তন। পৃষ্ঠা ১১৮]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭]। নজরুল গীতিকা। ৯৪। হাসির গান ।  কীর্তন। পৃষ্ঠা: ২৩৮]
         
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: যদি। কীর্তন। পৃষ্ঠা: ১৯২-১৯৩]
  • রেকর্ড:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।