(যবে) আঁখিতে আঁখিতে ওরা

(যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা দু’টি বনের পাখি।
শুধু শিরাজি ঢালি, আমি চোখের বালি আমি পাষাণ সাকি॥
রিক্ত ওদের হৃদয়ে পেয়ালায় আমি অমৃত ঢালি
আমারই অন্তর শুধু পাইল না প্রেম-মধু রহিল খালি,
আমি রহি আভরণ-হীনা বাঁধি’ ওদের হাতে প্রেমের রাখি॥
আমি হাসিয়া রচি যার কুঞ্জ-বাসর দুয়ারে দাঁড়ায়ে তারি’ জাগি রাতি,
আমি শিয়রে রহি’ হায় নিজেরে দহি যেন মোমের বাতি।
আমি গাঁথিয়া মালা, দিই সখির হাতে
দেখি কে দেয় কার মালা কার গলাতে,
শিরাজি ঢালিতে হায় পিয়ালা ভাঙিয়া যায় –
নিরালায় বন্ধুর মিলন-ছবি আমি হৃদয়ে আঁকি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭), কলকাতা বেতারকেন্দ্র থেকে 'গুলবাগিচা' নামক গীতি-বিচিত্রা প্রচারিত হয়। এই গীতি-বিচিত্রায় অন্তর্ভুক্ত হয়ে এই গানটি প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:  গুলবাগিচা (গীতিবিচিত্রা)। নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। পৃষ্ঠা ১৭১।]
  • বেতার: গুল্‌বাগিচা  (গজল-গীতিচিত্র)। কলকাতা বেতার কেন্দ্র। [১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭)]  তৃতীয় অধিবেশন। সময়: রাত ৮টা থেকে ৮.২৯ মিনিট।
    • সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ২৩ সংখ্যা। ১লা ডিসেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১২৮৫

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।