কোথায় তখ্‌ত তাউস, কোথায় সে বাদশাহী (kothau tokht taus, kothay she badshahi)

কোথায় তখ্‌ত তাউস, কোথায় সে বাদশাহী।
কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ ইয়া ইলাহী॥
কোথায় সে বীর খালিদ, কোথায় তারেক মুসা
নাহি সে হজরত আলী, সে জুলফিকার নাহি॥
নাহি সে উমর খত্তাব, নাহি সে ইসলামী জোশ্
করিল জয় যে দুনিয়া, আজি নাহি সে সিপাহি॥
হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান

কোরবানি দিতে আপনায় আল্লার মুখ চাহি'॥
কোথায় সে তেজ ঈমান, কোথায় সে শান-শওকত,
তক্‌দীরে নাই সে মাহ্‌তাব, আছে প'ড়ে শুধু সিয়াহি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯), 'জুলফিকার' নামক গীতি-গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ। ১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)।  জুলফিকার-২। খাম্বাজ-কার্ফা
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭,  জুলফিকার। ২ সংখ্যক গান। খাম্বাজ-কার্ফা। পৃষ্ঠা: ২৯০।
    • রেকর্ড: এইচএমভি ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। এন ৭০৬৮। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ।
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৩ সংখ্যক গান]  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।