যমুনাকে তীরপে সখিরী সুনি ম্যায় চঞ্চল

যমুনাকে তীরপে সখিরী সুনি ম্যায় চঞ্চল সাঁবর কোঙর্ কে বাঁসরী।
বিসর গ্যয়ি নীর ভরণে কো ফির্ আগ্যয়ি ঘর, ছোড়কে গাগরি॥
নাম্ লে ব্যজানে ল্যগে বাঁসুরিয়া নিলাজ বাঁসুরিয়া
বন্মে পাপিহা বোল্ উঠা পিয়া পিয়া,
প্যন ঘট্পে হ্যঁস্নে ল্যগি গোকুল কি নাগরী॥
নিস্দিন মোহে সাঁস্ ননদ্ দেত গারি
নির্মল মোরে কুলমে লাগে কৃষ্ণকারি,
যাঁহা জাউ দেখতে পাঁউ খ্যড়ে হ্যঁয় কিশোর হরি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২০ মে (শুক্রবার, ৬ জ্যৈষ্ঠ ১৩৪৪) এইচএমভি গানটির রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন নীলমণি সিংহু। রেকর্ডিটি পরে বাতিল হয়ে গিয়েছিল। নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১ মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৮৭। পৃষ্ঠা: ৭৬৭। 
     
  • রেকর্ড: এইচএমভি। ২০ মে, ১৯৩৭ খ্রিষ্টাব্দ (রবিবার, ৬ জ্যৈষ্ঠ ১৩৪১)। মাদার কাস্টিং নম্বর ওএমসি ৭০২৮। শিল্পী: নীলমণি সিংহ। সুর নজরুল ইসলাম। পরে রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।