যা যা লো বৃন্দে মথুরাতে দেখে আয়

যা যা লো বৃন্দে মথুরাতে দেখে আয় কেমন আছে শ্যাম,
তুই কুবুজা সখার কাছে নিস্‌নে লো নিস্‌নে রাধা নাম॥
তারে রাধার কথা স্মরণ করায়ে দিয়ে দিস্‌নে লো দিস্‌নে ব্যথা।
বড় ব্যথা বাজ্‌বে প্রাণে
মোর হরি যদি ব্যথা পায় প্রাণে সই দ্বিগুণ ব্যথা বাজবে প্রাণে।
দেখে তোরে বিন্দে লো বৃন্দাবনের কথা গোবিন্দ সুধায় যদি
বলিস্‌ হে মাধব, মাধবীকুঞ্জ তব পড়ে গেছে শুকায়েছে যমুনার নদী॥
ব্রজে আর সুখ নাই, শুক নাই সারি নাই
শুকায়েছে সবি হায়, শুক নাই সারি নাই
সারি সারি গোপ-নারী পাগলিনী প্রায়
শূন্য যমুনাতে জল নিতে যায়
দেখে তীরের কদম-তরু আছাড়ি পড়ি
শূন্য যমুনা-বুকে মুখ রাখিয়া দুখে গিয়াছে মরি॥
ব্রজবাসী সবে উদাসী হইয়া চলিয়া গিয়াছে
শুধু রাই অভাগিনী শ্মশানে আগুলি বসিয়া আছে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১০৩। পৃষ্ঠা: ৬৩৪ ]
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪৫। এফটি ১৩৯৭৭। শিল্পী: চিত্ত রায়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।