যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে (jao meghdut dio priyar hate)

যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে
আমার বিরহ-লিপি লেখা কেয়া পাতে॥
আমার প্রিয়ার দীরঘ নিশাসে
থির হয়ে আছে মেঘ যে-দেশেরই আকাশে
আমার প্রিয়ার ম্লান মুখ হেরি'
ওঠে না চাঁদ আর যে-দেশে রাতে॥
পাইবে যে-দেশে কুন্তল-সুরভি বকুল ফুলে
আমার প্রিয়া কাঁদে এলায়ে কেশ সেই মেঘনা-কূলে।
স্বর্ণলতার সম যার ক্ষীণ করে
বারে বারে কঙ্কণ চুড়ি খুলে পড়ে
মুকুল' বয়সে যথা বরষার ফুল-দল
বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এইচ-১০০৯। শিল্পী: বিজন কুমার বসু। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ২২ সংখ্যক গান] [নমুনা]
     
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।