যাদের তরে এ সংসারে খাট্‌নু জনম ভোর (jader tore e songsare khatnu jonom bhor)

যাদের তরে এ সংসারে খাট্‌নু জনম ভোর,
তাদের কেউ হবে না হে নাথ মরণ-সাথি মোর॥
            শত পাপ শত অধর্ম ক'রে
            বিভব রতন আনলেম ঘরে
সে সকল ভাগ বাটোয়ারা ক'রে খাবে পাঁচ ভূত চোর॥
জীবনে তোমার লই নাই নাম তোমাতে হয় নাই মতি
মরণ-বেলায় তাই কাঁদি প্রভু কি হবে মোর গতি।
            চেয়ে দেখি আজ যাবার বেলায়
             কর্ম কেবল মোর সাথে যায়
তরিবার আর না দেখি উপায় বিনা পদতরী তোর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-১৩৪২-বৈশাখ ১৩৪৩) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৩৬ (চৈত্র-১৩৪২-বৈশাখ ১৩৪৩)। শিল্পী: আব্দুল লতিফ।  সুর: কে, মল্লিক] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২৫ সংখ্যক গান]  [নমুনা]
  • সুরকার: কাশেম মল্লিক
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।