কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে (kon moromir morom byatha amar buke bedona hane)

কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
                        জানি গো, সেও জানেই জানে।
আমি কাঁদি তাইতে যে তার ডাগর চোখে অশ্রু আনে,
                        বুঝেছি তা প্রাণের টানে॥ বাইরে বাঁধি মনকে যত
ততই বাড়ে মর্ম-ক্ষেত,
মোর সে ক্ষত ব্যথার মতো
        বাজে গিয়ে তারও প্রাণে,
                কে ক'য়ে যায় হিয়ার কানে॥
উদাস বায়ু ধানের ক্ষেতে ঘনায় যখন সাঁঝের মায়া,
দুই জনারই নয়ন-পাতায় অমনি নামে কাজল-ছায়া॥
দুইটি হিয়াই কেমন কেমন

বদ্ধ ভ্রমর পদ্মে যেমন,
হায়, অসহায় মূকের বেদন
            বাজলো শুধু সাঁঝের গানে
                পুবের বায়ুর হুতাশ তানে॥

  • রচনাকাল: ১৯২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে নবযুগ পত্রিকার অফিস ছুটি হয়ে যায়। এই ছুটি কাটানোর জন্য অক্টোবরের ১-২ তারিখে (রবি-সোম, ১৫-১৬ আশ্বিন) নজরুল এবং মুজাফ্ফর আহমদ বরিশালে শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হকের ভাগ্নে ওয়াজির জালী ও ইউসুফ আলীর বাড়িতে এই সময় এই কবিতটি রচনা করেছিলেন। কবিতাটিতে সুরারোপিত করে গানে পরিণত করা হয়েছিল। ছায়ানট' কাব্যগ্রন্থে গানটির রচনার তারিখ উল্লেখ আছে 'বরিশাল আশ্বিন ১৩২৭' (অক্টোবর-নভেম্বর ১৯২০) এই সময় নজরুলের  বয়স ছিল ২১ বৎসর ৪ মাস। 
     
  • পত্রিকা:
    • মোসলেম ভারত পত্রিকার 'ফাল্গুন ১৩২৭' (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
    • কল্লোল পত্রিকা [অগ্রহায়ণ ১৩৩০ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৩)। মোহিনী সেনগুপ্তা-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। [নমুনা]
  • গ্রন্থ:
    • ছায়ানট  
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২] শিরোনাম: মরমী। পৃষ্ঠা: ৫৯।
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম: মরমী। পৃষ্ঠা ৩৫]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। টপ্পা। ৩। দেশ-সুরাট-তেতালা। পৃষ্ঠা ৮৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] ৭৪। নজরুল গীতিকা। টপ্পা।  দেশ-সুরাট-তেতালা।পৃষ্ঠা: ২২০-২২১]
         
  • স্বরলিপি ও স্বরলিপিকার: মোহিনী সেনগুপ্তা। কল্লোল পত্রিকা [অগ্রহায়ণ ১৩৩০ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৩) [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
      • রাগ: বাহার। [মোহিনী সেনগুপ্তের স্বরলিপিতে উল্লেখ আছে 'বাহার'। নজরুল গীতিকায় সুর-নির্দেশ রয়েছে দেশ-সুরট'। নজরুল এই গানের সুর পরিবর্তন করেছিলেন।]
      • তাল: ঢিমে ত্রিতাল
      • গ্রহস্বর: সা

       

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।