যূথিকা মাধবী মল্লিকা লহ শ্যাম হে

যূথিকা মাধবী মল্লিকা লহ শ্যাম হে
নব বিকশিত চম্পা, লহ আরতি ফুল-গন্ধে।
যমুনা আকুলি’ উঠিছে উথলি’,
গুঞ্জরে অলি বিহগ-কাকলি শুকসারি আনন্দে,
ভ্রমর গুন্‌ গুন্‌ স্বরে বন্দে॥
তরুলতা সব নাচে বায়ু-ভরে
তোমার পূজার ফুল ডালা ধ’রে
হংস সারসী কমল-কাননে নাচে জলধারা ছন্দে॥
ময়ূর-ময়ূরী শঙ্খ বাজায়
বনলতা পাতা দেউল সাজায়
পূজিতে তাদের বন-দেবতায় কিশোর গোকুল-চন্দে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দে ইচএমভি গানটির প্রথম রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১০৮ গান। পৃষ্ঠা: ৬৩৫।
  • রেকর্ড: এইচএমভি [১৯৩৯। শিল্পী: কুঞ্জলাল সিংহ। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।