(সখি) যে অঙ্গুলিতে রং গুলিয়াছ এত কুঙ্কুম ফাগ

(সখি) যে অঙ্গুলিতে রং গুলিয়াছ এত কুঙ্কুম ফাগ
আমার বক্ষে লাগিবে কখন সেই আঙুলের দাগ॥
যে রং ছড়াও অশোকে পলাশে
যে আবির মাখো উদাস আকাশে
ফাগুন বাতাসে গো –
আমার নয়নে পড়িবে কখন সেই রঙের পরাগ॥
যে রঙের লোভে শ্যাম তব পায়ে আলতা হইতে চায়
তব শ্রীচরণ ধুয়ে সেই রং ঢেলে দাও মোর গায়।

তুমি যে প্রেমের রঙে রাঙিয়া কিশোরী
পৃথিবীতে আনো হোরির লহরি হরি-প্রেম-হোরি –
(হে) কৃষ্ণা-প্রিয়া, কবে দেবে মোরে সেই প্রেম অনুরাগ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১০৯। পৃষ্ঠা: ৫৩৫-৫৩৬]
  • বেতার: হোরী। সখির গান। শিল্পী: ইলা ঘোষ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।