যে অবহেলা দিয়ে মোরে করিল পাষাণ

যে অবহেলা দিয়ে মোরে করিল পাষাণ।
সখি কেন কেঁদে ওঠে তারি তরে মোর প্রাণ॥
যে ফুল ফুটায়ে তার মধু নিল না
মোরে ধরার ধূলিতে এনে ধরা দিল না,
কেন তার তরে বুকে এত জাগে অভিমান॥
মোর প্রেম-অঞ্জলি সে যত যায় দলি’
তারে তত জড়াতে চাই, শ্যাম-সুন্দর বলি’,
চাঁদ সে যে আকাশের সে ধরা দেয় না
তবু চকোরীর ভুল হয় নাকো অবসান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নাL ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১‌৭১৮। পৃষ্ঠা: ৫১২]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ২৮। পৃষ্ঠা: ১৪০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।