যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী

যেদিন  রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী
          সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী॥
          সেদিন নাকি তোমার ভীষণ কাহ্‌হার রূপ দেখে
          পীর পয়গম্বর কাঁদবে ভয়ে 'ইয়া নফসী' ডেকে;
          সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে।
 আমি   তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি
আল্লাহ  তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি॥
          যেরূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ
          দোজখ্ কি আর ছুঁতে পারে পবিত্র তাঁর দেহ।
    সে  হোক না কেন হাজার পাপী হোক না বে-নামাজী॥
          ইয়া আল্লাহ, তোমার দয়া কত তাই দেখাবে ব'লে
          রোজ-হাশরে দেখা দেবে বিচার করার ছলে, 

          প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ দশম খণ্ড [বাংলা একাডেমী ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৬, মে ২০০৯ ]। গান সংখ্যা: ৩৩ পৃষ্ঠা: ২০৯।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৬৭। পৃষ্ঠা: ১৭৩]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি (ঊনপঞ্চাশতম খণ্ড)। ইদ্রিস আলী। [কবি নজরুল ইন‌স্টিটিউট। কার্তিক ১৩২৬/নভেম্বর ২০১৯]। পৃষ্ঠা: ১৭-২০। [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭)। এন ১৭৪৭৬। শিরোনাম: খাঁদু-দাদু। শিল্পী: মহম্মদ কাশেম] ][শ্রবণ নমুনা]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
    • সুরকার: মহম্মদ কাশেম
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্রিস আলী: ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মহম্মদ কাশেম] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: [ভক্তি, ইসলাম, হামদ, নিবেদন]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।