যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায় (jeno fire na jay eshe)

যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায়।
সখি দিস্‌নে তোরা তা'রে লাজ বঁধুয়া ফিরে না যায়॥
পথ ভুল ক'রে যায় আন-ঘরে জানি সই,
তবু আমারি সে রাজাধিরাজ বঁধুয়া ফিরে না যায়॥
ফুল চুরি ওর পেশা ও শুধু চোখের নেশা, জানি সই,
একা আমার ছবি তার হিয়া-মাঝ বঁধুয়া ফিরে না যায়॥
সুন্দর ব’লে তায় সকলে পাইতে চায়,
সে পরালে মোরে প্রেমের তাজ বঁধুয়া ফিরে না যায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। বেহাগ-খেমটা। পৃষ্ঠা: ৫৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৯। বেহাগ-খেমটা। পৃষ্ঠা ২৫৪ ]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭১২। রাগ: বেহাগ, তাল: খেমটা। পৃষ্ঠা: ৫১০।]
  • রেকর্ড: মেগাফোন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২ বঙ্গাব্দ)]। জেএনজি ২০৯ শিল্পী: শ্রীমতী ফুল্লনলিনী। [শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।