যৌবন-সিন্ধু টলমল্ (joubon-sindhu tolmol)

  রাগ: সিন্ধু, তাল: ত্রিতাল
যৌবন-সিন্ধু টলমল্, প্রেমের ইন্দু আকাশে টলমল্।
হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়, তরঙ্গ-রঙ্গে ছল্ ছল্ ছল্ ছল্॥
            অন্তর-মন্দির-বাসিনী আজি
            আসিল আলোকে ফুল-সাজে সাজি’,
নচিয়া ছন্দে চলে সে আনন্দে মৃদুল মন্দে দুলায়ে বন-তল॥
মল্লিকা, অতসী ওঠে বনে বিকশি’ তার তনু-চন্দর-গন্ধে
বাজে চুড়ি ও কঙ্কণ মণি-বন্ধে,
কোকিল কুহরে ‘কুহু কুহু’ অবিরল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু-ত্রিতালী। পৃষ্ঠা: ৬২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।   গুল-বাগিচা। গান সংখ্যা ৫৫। সিন্ধু-ত্রিতালী। পৃষ্ঠা ২৫৭-২৫৮]
  • রেকর্ড: মেগাফোন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০ বঙ্গাব্দ)। জেএনজি ১০৩। শিল্পী: শ্রীমতী সুহাসিনী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।