য়্যা এলাহি য়্যা এলাহি

            য়্যা এলাহি য়্যা এলাহি
            তোমার রাহে কর মোরে রাহী॥
            ফরজ ওয়াজেব আমি জানি না হে স্বামী
            তোমার নামে মশ্‌গুল দিবা যামী,
চাহিনা শাফায়ৎ বেহেশ্‌ত্‌ দৌলত হে প্রভু শুধু তোমারে চাহি॥
            পতঙ্গ যেমন ধায় দীপ পানে
            তোমার জ্যোতি মোরে তেমনি টানে,
তোমার বিরহে নিশিদিন কাঁদি পরানে আমার শান্তি নাহি॥
            আমারে রাখ তব প্রেমে ছেয়ে
            বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে,
            নদী যেমন যায় সাগরে ধেয়ে-
                        তেমনি ছুটি যেন তব নাম গাহি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১১ মাস মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৮০৯। পৃষ্ঠা ৩১]
    •  
  • রেকর্ড: টুইন [মে ১৯৩৬ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৪৪৩)। এফটি ৪৩৬৯। শিল্পী: আব্দুল লতিফ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।