রক্ষার ছেড়ে দে আশা মম সদনে। (rokhhar chhere de asha momo sodone)

রক্ষার ছেড়ে দে আশা মম সদনে।
চাপে পড়লে বাপকে ডাকে, জানে সর্বজনে॥
পড়ে যদি শিকার কভু শিকারির হাতে,
সেকি তারে পারে এড়াইতে,
ময়না এবে শিক্‌রার হাতে, পড়েছে কুক্ষণে॥
অগ্রেতে না চিনে নির্বোধ, কত প্রকারে,
ধর অস্ত্র কর রণ বলেছিস অহঙ্কারে,
এখন কেন রে, চরণ ধরে, ভিক্ষা চাস্ জীবনে॥
বৃথা করিস ত্রাহি ত্রাহি, নয় রে আর,
দাউদ তোর মুণ্ডু ছেদিব এবার,
তোর স্ত্রী পুত্র পরিবারে ছেড়ে দিলাম, যাক নিজস্থানে॥
পিপীলিকা, উঠেছিল পাখা, পুড়িয়ে মরিবি,
গৌড়-বঙ্গ ছেড়ে এবার যমপুরী যাবি,
দুর্মতি হয়েছিস্ লাঞ্ছিত, এবে নজরুল এসলাম ভনে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। আকবর বাদশার পালা। প্রথম দৃশ্যান্তর। দ্বিতীয় গান। হোসেন কুলীখানের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৬৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫৪]
  • বিষয়াঙ্গ: 'আকবর বাদশা' পালার পঞ্চম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।