রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং

রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং।
যত সব ইংলিশ ফ্যাশান আহা মরি কি লাইটনিং॥
            ইংলিশ ফ্যাশান সবই তার
            মরি কি সুন্দর বাহার,
            দেখলে বন্ধু দেয় চেয়ার-

                        কাম-অন ডিয়ার গুড মর্নিং॥
            বন্ধু আসিলে পরে
            হাসিয়া হাণ্ডসেক করে,
            বসায় তারে রেসপেক্ট করে-

                            হোল্ডিং আউট এ মিটিং॥
            তারপর বন্ধু মিলে
            ড্রিংকিং হয় কৌতূহলে,
            খেয়েছ সব জাতিকুলে-

                        নজরুল এসলাম ইজ টেলিং॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০৮। পৃষ্ঠা: ২৯
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯০১। পৃষ্ঠা: ৭৭৬]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা বা চাপান-উতোর সং-এর অংশের গানের অংশ হিসেবে পাওয়া যায় নি । ভণিতা নজরুল ইসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।