রাই জাগো রাই জাগো ব'লে কেঁদে কেঁদে

রাই জাগো রাই জাগো ব'লে কেঁদে কেঁদে ডাকে শুক সারি।
দেখিয়া এসেছি মথুরায় আছে মোদের মুরলী-ধারী॥
(রাই জাগো রাই জাগো
শ্যাম-নিবেদিত সোনার অঙ্গ ধূলায় লুটায়ো না গো।)
দেখিয়া এসেছি মথুরায় আছে মোদের মুরলী-ধারী॥
(সেথা মুরলীধারী আছে মুরলী তার হাতে নাই
সেথা মুরারি রুপ তার দেখে লাগে ভয় তার মুরলী হাতে নাই।
সাথে হ্লাদিনী রাধা নাই তাই মুরলী সাধা নাই)।
সে ধড়াচূড়া ফেলিয়া পরেছে রাজবেশ
তার মুখ দেখে মনে হয় কানু আর সে কানু নয়
কে যেন দিয়েছে তারে দণ্ড অশেষ।
সে রাধারে কাঁদায়েছে তাই বুঝি কে বাঁশি কেড়ে নিয়ে হাতে দণ্ড দিয়েছে।

সখি যেমনি আমরা চম্পার ডালে গাহিনু শ্রীরাধা নাম
রাজ-সভা মাঝে কাঁদিয়া লুটায়ে পড়িল শ্যাম।
রাজবেশ ছিঁড়ে ফেলে রাধা বলে মুরছিত ভেল
সে গোকুলে ভুলে নাই ভোলেনি লো তোরে রাই
চল আনিতে যাই শ্যাম চাঁদকে লো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২১১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৩৭।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।