রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায় (rai binodini dolo jhulon dolay)

রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায়॥
একা লাগে না ভালো
সাথে এসে দোলো শ্যামরায়॥
রাঙা চরণ দেখিতে পাব বলে
ওগো দাঁড়াইয়া এই তরুতলে
শ্যাম বাঁধিয়া বাহু ডোরে
আশ্রয় দাও মোরে একা বড় ভয় পায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২রা এপ্রিল (শনিবার, ১৯ চৈত্র ১৩৪৪ বঙ্গাব্দ) 'বিদ্যাপতি' চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই বছরের এপ্রিল মাসেই গানটির রেকর্ড প্রকাশ করেছিল এইচএমভি।  এই সময় নজরুলে বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
     
  • প্রচার পুস্তিকা (বিদ্যাপতি চলচ্চিত্র)। ২রা এপ্রিল ১৯৩৮ খ্রিষ্টাব্দ (শনিবার, ১৯ চৈত্র ১৩৪৪ বঙ্গাব্দ)। গান ৮। রচনা: কাজী নজরুল। শিল্পী: অহি সন্যাল ও কানন দেবী। পৃষ্ঠা ১৬।] [প্রচার পুস্তিকা]
  • চলচ্চিত্র: বিদ্যাপতি। [২রা এপ্রিল ১৯৩৮ খ্রিষ্টাব্দ (শনিবার, ১৯ চৈত্র ১৩৪৪ বঙ্গাব্দ)।
     
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৩৩৮  (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)। এন ৫২৫৩। শিল্পী: অহি সন্যাল ও কাননদেবী।][শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ২৩ সংখ্যক গান।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: লয় ফেরতা  (দ্রুত ও মধ্য দাদরা)
    • গ্রহস্বর: রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।