রাঙা জবার বায়না ধ'রে আমার কালো মেয়ে কাঁদে (ranga jobar bayna dhore amar kalo moye kade)
রাঙা জবার বায়না ধ'রে আমার কালো মেয়ে কাঁদে
সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে ॥
পলাশ অশোক কষ্ণচূড়ায়, রাগ ক'রে সে পায়ে গুড়ায়
সে কাঁদে দু'হাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে॥
অনুরাগের রাঙাজবা থাক না মোর মনের বনে
আমার কালো মেয়ের রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে।
মা'র রাঙা চরণ দেখতে পেয়ে, বলি এই যে জবা হাবা মেয়ে
(সে) জবা ভেবে আপন পায়ে উঠলো নেচে মধুর ছাঁদে॥
- রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুন (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ডে প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
- রেকর্ড: মেগাফোন। জুন ১৯৪০ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৭) জেএনজি ৫৪৮০। পরেশচন্দ্র দেব [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২২ সংখ্যক গান। [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)