রাঙা পির্হান প'রে শিশু নবী খেলেন পথে (ranga pirhan pore )
রাঙা পির্হান প'রে শিশু নবী খেলেন পথে।
দেখে হুর-পরীরা সব লুকিয়ে বেহেশ্ত্ হ'তে॥
মোহনী সুরত বাঁকা চাঁদে চন্দন মাখা।
নূরানী রওশনী তাঁর চমকে দিনের আলোতে॥
নাচের তালে তালে সোনার তাবিজ দোলে,
চরণ তলে ধূলি কাঁদে মোহাম্মদ ব'লে।
নীল রেশমি রুমাল বাঁধা তাঁর চাঁচর কেশে
রাঙা সালোয়ার প'রে নাচে সে হেসে হেসে,
খোদার আরশ টলে সে রূপ-সুধা-স্রোতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ২ মাস।
- রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৭ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪)। এফটি ১২০৪৬। শিল্পী: আব্দুল লতিফ।
- সুরকার: সুবল দাশগুপ্ত
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ১৮তম সংখ্যক গান [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: কাহারবা
- গ্রহস্বর: ধ্স