ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায় (khyapa hawate anchol mor ure jay)

ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।
খুলে পড়ে গো বাজুবন্দ্ ধরিতে আঁচল
কোন্ ঘূর্ণি বাতাস এলো ছন্দ-পাগল
লাগে নাচের ছোঁয়া দেহের কাঁচ-মহলায়
হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়॥
খুলিয়া পড়ে খোঁপায়, কবরীর ফুলহার
হাওয়ার এই রূপে গো এলো কি বঁধু আমার
এমনি দুরন্ত আদর সোহাগ তার
একি পুলক-শিহরণে পরান মূরছায়॥

  • ভাবার্থ: প্রাকৃতিক কোনো সত্তা কখনো ককনো মানুষের মনোলোকে গভীরভাবে স্পর্শ করে। এ গানের ঘূর্ণি বায়ু তেমনি একটি সত্তা। এই ঘূর্ণিবায়ু কোনো এক সুসজ্জিত যুবতীর মনের গভীরতলকে শৃঙ্গাররসকে উসকে দেয়। মাতাল বাতাস এই যুবতীকে বেসামাল করে দেয়। ঘুর্ণি বাতাসে স্খলিত আঁচল ধরতে গিয়ে তার বাজুবন্দ খুলে যায়। একই সাথে খুলে যায় দেহ-মনের অবরুদ্ধ কামনা। বাতাসের ছন্দ-পাগল স্পর্শে তাঁর দেহের রঙমহল হয়ে ওঠে নাচমহল। নৃত্যানন্দে মেতে ওঠতে চায় তার মনের নূপুর।

    যৌবন-মদির আবেশে বিবশা এই নারীর খোঁপা এবং খোঁপার ফুলহার খুলে পড়ে। এই নারী মাতাল হাওয়ার স্পর্শের ভিতরে অনুভব করে তার অজানা বন্ধুর শৃঙ্গার-স্পর্শ। অনুভব করে তার প্রেমঘন দুরন্ত সোহাগ। তাই তার দেহে মনে জেগে ওঠে মিলনের পুলক-শিহরণ।

    এই গানের দুরন্ত বায়ু হলো- শৃঙ্গাররস বঞ্চিতা নারীর অবচেতন মনের গোপন কাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষ। মূলত এই গানের প্রকৃতির  দুরন্ত বাতাস আর যৌবন-সৌহাগ বঞ্চিতা নারীর অবরুদ্ধ কামনার কাঙ্ক্ষিত প্রেমিক একাকার হয়ে গেছে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৭৩ সংখ্যক গান। খাম্বাজ-পিলু-দাদরা। পৃষ্ঠা ২৬৮]
  • রেকর্ড: টুইন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এফটি ২২১৫। শিল্পী: মিস হরি বাইজী।  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। তৃতীয় গান। পৃষ্ঠা: ৩৮-৪১] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।