রাধা শ্যাম কিশোর প্রীতিম কৃষ্ণ গোপাল

রাধা শ্যাম কিশোর প্রীতিম কৃষ্ণ গোপাল, বনমমালী ব্রিজকে গোয়াল।
কৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল শ্রী কৃষ্ণ গোপাল॥
কাভি রাম্ রাঘব ক্যভি শ্যাম মাধব ক্যভি ব্যনে কেশব যাদব ভূপাল।
কৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল॥
কুঞ্জ-বিহারী মুরলীধারী বৃন্দাবন্ ব্যসে গোপী মন্হারী।
ক্যভি মথুরাপতি ক্যভি পার্থ সারথী ব্রিজ্মে যশোদা অওর নন্দ্কে লাল –
কৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল॥
সোহে গ্যলেমে তোহার ফুল কদম্কে হার,
বাজতি চরণোঁমে মধুর ঝাঁঝর ঝনকার।
কালিয়-দমন ক্যভি করেহো মুরারী কাননচারী শিখী পাখাধারী
সাঁবর সুন্দর গির্ধারীলাল –
কৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণ গোপাল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৫২। পৃষ্ঠা: ৭১৫]
  • রেকর্ড টুইন [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। এফটি ৪৬৫০। শিল্পী: নিতাই ঘটক ও রেবা সোম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।