রাম-ছাগলে ও খোদার খাসিতে যুদ্ধ লেগেছে দাদা

রাম-ছাগলে ও খোদার খাসিতে যুদ্ধ লেগেছে দাদা।
দেখ, ও দুটো ছাগল? না দুটো দামড়া এবং গাধা॥
দুটোই ন্যাজে ও গোবরে হয়েছে, দুইটারই শিং নাই,
(তবু) হুঁস নাই কারু, মনে করে জোড়া সিংহে করি লড়াই,
(শিং নাই বলে, বলে সিংহ, সিংহ)
(এরা) না জানি করিত কি লড়ুই, যদি গোঁজে না থাকিত বাঁধা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪২৯। পৃষ্ঠা: ৭৫০ ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।