রামধনুকের দেশে প্রিয়া রাম ধনুকের দেশে।

রামধনুকের দেশে প্রিয়া রাম ধনুকের দেশে।
একটি মাটির, বাঁধব কুটির, তোমায় ভালোবেসে॥
        সেই কুটিরে সারা বেলা,
        সাতটা রঙের চলবে খেলা,
তোমার আমার মন উথলা, দীন প্রেমিকের বেশে॥
        প্রজাপতির রংইন পাখা,
        পাকায় প্রেমের রেণু মাখা,
সেথায় প্রেমের ছবি আঁকা, উঠিবে ফাগুন হেসে॥
        সাতটি সুরের সুর লহরি,
        গাইব প্রিয়া তোমায় ঘিরি,
পিকের মতন সুরটি ধরি, সবুজ পাতার দেশে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। প্রেমগান [বড়]। [৩]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯১।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮৭৭]
       
  • বিষয়াঙ্গ: ভণিতা 'ভ্রমর কবি'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।