রিক্ত করিয়া ভিখারি করিলে তাই ত’ পূর্ণ

রিক্ত করিয়া ভিখারি করিলে তাই ত’ পূর্ণ আমি।
জগত ঘুরালে তাই তা’ তোমারে পাইনি জগতস্বামী॥
সব কেড়ে নিয়ে আপনারে দিলে, ভবন ভাঙিয়া ভুবনে মিলিলে,
প্রদীপ নিভায়ে ধ্রুবজ্যোতি হও সাথের দিবাযামী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০০৩। পৃষ্ঠা: ৯১৮ ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।