রিনিকি রিনি ঝিনি বাজিছে কিঙ্কিন
রিনিকি রিনি ঝিনি বাজিছে কিঙ্কিনী।
চলে অভিসারে দূর বনপারে তিমিরে বিজলী বরণী॥
বাজে শ্যামের বাঁশি,
সকল শঙ্কা নাশি,
তাই কলকল্লোলে ভাসি
যেন সাগরে ছুটিছে তটিনী উদাসিনী॥
ঝনন ঝন অঙ্গ আভরণ বঝুমুর ঝুম
ঝুম নয়নে নাহি ঘুম।
দুরু দুরু ডাকে দেয়া,
কেঁপে উঠে ভয়ে হিয়া
তাই ছুটেছে বিরহিণী একাকিনী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৬। পৃষ্ঠা: ৯৪৬] সূত্র: দুর্গাদাস চক্রবর্তীর খাতা।