রিম্ ঝিম্ রিম্ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে (rim jhim rimjhim jhim ghono deya boroshe)
রিম্ ঝিম্ রিম্ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে।
কাজরি নাচিয়া চল, পুর-নারী হরষে॥
কদম তমাল ডালে দোলনা দোলে
কুহু পাপিয়া ময়ূর বোলে
নট-শ্যাম সুন্দর মেঘ পরশে॥
মনের রাধা আজ বাধা মানে না গো,
হৃদয় যমুনা আজ কূল জানে না গো।
ডাকিছে ঘরছাড়া ঝড়ের বাঁশি
অশনি আঘাত হানে দুয়ারে আসি’,
গরজাক গুরুজন ভবনবাসী –
আমরা বাহিরে যাব ঘনশ্যাম দরশে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১৩৪৭), কলকাতার মিনার্ভা থিয়েটারে দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়' নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
- মঞ্চ: অর্জুন-বিজয় (নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ- মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। নর্তকীগণ-সহ নৃত্য-গান। শিল্পী: প্রভা, আন্নাকালী, ইন্দু, রাধারাণী, পটল, সুশীলা, কমলা, মুক্তা ইত্যাদি। সুর: নজরুল ইসলাম]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৭২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৩।