রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা।
গৃহকোণে একা আমি ঘুমহারা॥

ঘুমন্ত ধরা মাঝে
জল-নূপুর বাজে,
বিবাগী মন মোর হল পথহারা॥
চেনা দিনের কথা ভেজা সুবাসে,
অতীত স্মৃতি হ’য়ে ফিরে ফিরে আসে।
এমনি ছলছল ভরা সে-বাদরে
তোমারে পাওয়া মোর হয়েছিল সারা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭২৮ । পৃষ্ঠা: ৫১৪-৫১৫ ]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।