রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া (rimi jhim rimi jhim oi namilo deya)
রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া।
শুনি' শিহরে কদম, বিদরে কেয়া॥
ঝিলে শাপ্লা কমল
ওই মেলিল দল,
মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া॥
বারি-ধারে কাঁদে চারিধার
ঘরে ঘরে রুদ্ধ দুয়ার,
তেপান্তরে নাচে একা আলেয়া॥
কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা
দীপ নিভায়ে কাঁদি আমি একা,
আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া॥
- ভাবার্থ: এই গানটিতে উপস্থাপিত হয়েছে বর্ষার কাব্যচিত্রের সাথে শৃঙ্গাররসের বিরহভাবের বেদনাঘন অনুভব। সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে প্রকৃতি ও প্রেমের যুগলচিত্র।
বর্ষার আগমনে- প্রকৃতিতে স্নিগ্ধ কোমল ধ্বনিরঞ্জকতায় মুখরিত রিমি ঝিম্ রিম ঝিম্ বৃষ্টি নামে। সে ধ্বনি শুনে কদম রোমাঞ্চে শিহরিত হয়, আর পুষ্পিত হয় কেয়া। এই ধ্বনিতে শাপলা-কমল তার পুষ্পদল মেলে দেয়, আর মেঘে মেঘে অন্ধ আকাশ দেখে- মাঝি খেয়া বন্ধ করে দেয়।
স্থায়ী ও প্রথম অন্তরার উচ্ছ্বসিত রূপের রূপান্তর ঘটে অন্তরার বেদনাবিধুর অভিব্যক্তিতে। বর্ষার-প্রকৃতির মাঝে কবি অব্যক্ত কোনো বেদনার সন্ধান করেছেন। চারদিকের প্রবল বর্ষণকে তাঁর কাছে মনে হয়েছে প্রকৃতির কান্না। বাইরের জগৎ থেকে ঘর হয়ে যায় বিচ্ছিন্ন। বাইরের মুক্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরহ-বেদনা প্রকৃতির সাথে গৃহীরাও সমব্যথী হয়ে ওঠ। তেপান্তরের মাঠ পেরিয়ে নির্জন জলাভূমিতে নৃত্যরতা একা আলেয়ার মতো, আশা-নিরাশার দ্বন্দ্ব হয়ে মানব মনে ছায়াপাত করে।
এই করুণ রস সঞ্চারিত হয় শেষ অন্তরাতেও। এই করুণ রসঘন বেদনা, সঙ্গহীন সঙ্গীহীন প্রকৃতির সাথে সাথে, মানবমনে ছায়াপাত করে আলেয়ার ছলনায়। রুদ্ধ দ্বারের বাইরে জলাশয়ের সঙ্গীহীন চখাচখি, অরণ্যের বনময়ূর একাকী কাঁদে। আর ঘরের ভিতরে প্রণায়াকাঙ্ক্ষীর স্মৃতিতে ভেসে ওঠে প্রথম প্রণয়ের মন দেওয়া-নেয়ার অনুভব। তাই সে দীপ নিভিয়ে অন্ধকারে অশ্রুমোচন করে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু-কার্ফা। পৃষ্ঠা: ৪৪]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৯। পিলু-কার্ফা। পৃষ্ঠা ২৪৭-২৪৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭২৫। রাগ: পিলু, তাল: কাহার্বা। পৃষ্ঠা: ৫১৪]
- গুলবাগিচা
- রেকর্ড: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)]। জেএনজি ৭০। শিল্পী: আভা সরকার] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৮১-৮২] [নমুনা]
- আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (৪০ খণ্ড)। প্রথম প্রকাশ,জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ]। ২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৫-৮৮ [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: পিলু
- তাল:
- কাহারবা [নিতাই ঘটক-কৃত স্বরলিপি]
- চতুর্মাত্রিক তাল (২।২ ছন্দ) [আহসান মুর্শেদ-কৃত স্বরলিপি]
- গ্রহস্বর:
- ন্ [নিতাই ঘটক-কৃত স্বরলিপি]
- সন্ [আহসান মুর্শেদ-কৃত স্বরলিপি]