খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব (khushi loye khushrojer ay kheyali khush-nosib)

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব।
জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ

              আন্ নয়া দীনী ফরমান
    
          দরাজ দিলের দৃপ্ত গান,
প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব

আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার,
কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার,
আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন,
হাসান হোসনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ,
রোজ হাসরে করবেন পার মেহেরবান খোদার হাবিব

খোৎবা পড়বি মসজিদে তুই খতিব নূতন ভাষায়,
শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়,
এস্‌মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। জয়তী পত্রিকার 'মাঘ ১৩৩৮' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৮ মাস।
     
  • পত্রিকা: জয়তী [মাঘ-চৈত্র ১৩৩৮ (জানুয়ারি- মে ১৯৩১)
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এন ৭০২৭। শিল্পী: কাশেম মল্লিক [শ্রবণ নমুনা]
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ। ১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)।  জুলফিকার-২।  কাফি-কার্ফা
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭,  জুলফিকার। ৩ সংখ্যক গান। কাফি-কার্ফা। পৃষ্ঠা: ২৯১।] 
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৩ সংখ্যক গান [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: গজল
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।