রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ নূপুর বোলে (rum jhum jhum jhum nupur bole)

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ নূপুর বোলে
বন-পথে যায় কে বালিকা, গলে শেফালিকা,
মালতী মালিকা দোলে॥
চম্পা মুকুলগুলি চাহে নয়ন তুলি’
নাচে নট-বিহগ শিখা তরুতলে॥

  • ভাবার্থ: খেয়াল ভাঙা এই গানটি কবি রচনা করেছিলেন বন্দিশ হিসেবে। দুই তুকের এই গানের বালিকা শরত-কন্যা। তার গলে শেফালি, মালতী ফুলের মালা, তা পায়ের নূপুর বাজে রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ শব্দে। এই শরৎ-বালিকার আগমনে চম্পা ফুল প্রস্ফুটিত হয়, আর বৃক্ষতলে নটরূপী বিহগ (পাখি) পুচ্ছ তুলে নাচে।

    এই গানে নট-বিহগ নামটি ব্যবহার করা হয়েছে, অনেকটা বাংলা গানে ব্যবহৃত ভণিতার মতো। পুরো গানটির সুর নট-বিহগ রাগে বাঁধা, তা কৌশলে জানিয়ে দেওয়া হয়েছে এই ভণিতায়। এটুকু বাদ দিলে গানটিকে শরতের গান হিসেবেই উল্লেখ করা যেতে পারে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে (ভাদ্র-আশ্বিন ১৩৪৫) মাস, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
  • রেকর্ড: এইচএমভি। [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫। এন ১৭১৯৩। শিল্পী: দীপালী নাগ। রাগ: নটবেহাগ-ত্রিতাল]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [ নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ২৩ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
                      খেয়াল ভাঙা গান।

                    মূল গান
        রাগ: নট বেহাগ। তাল: ত্রিতাল (মধ্যলয়)
        আগ্রা ঘরানা


        ঝন্ ঝন্ ঝন্ ঝন্ পায়েল বাজে জাগে মোরী সাস ননদীয়া
        ঔর দোরনীয়া হাঁ রে জ্যেঠনীয়া ঝন্ ঝন্॥
        অগর সুনে মোরা বগর সুনে গো জো
        সুন পাবে সদা রংগীলে জাগে মোরী সাস-ননদীয়া
        ঔর দোরনীয়াঁ হাঁ রে জ্যেঠনীয় মা॥

    • পর্যায়: প্রকৃতি, ঋতু, শরৎ
    • রাগ: নট বেহাগ
    • তাল: ত্রিতাল
    • গ্রহস্বর: মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।