রূপ নয় গো, এ যে রূপের শিখা
রূপ নয় গো, এ যে রূপের শিখা।
কে বিদ্যুল্লতা তুমি, কে গো সাহসিকা॥
বহ্নি-জায়া স্বাহা সমা
কে গো তুমি কে তন্বী রমা?
ললাট ঘেরি জ্বলে তোমার সবিতারই টীকা॥
মনের তিমির পলায় হেরি তোমার আঁখির জ্যোতি,
নীল গগনের শুকতারা গো ভোরের জ্যোতির্মতী।
তোমার রূপের মানিক ঝরে
চাঁদের আলোয় রবির করে,
রাঙা ফুলের লাল আখরে তোমারি গান লিখা
- রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন হরিমতী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায় এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৬৫। পৃষ্ঠা: ৭৮৭-৭৮৮]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট , ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৬৪। for Decca । পৃষ্ঠা ৯১]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। শিল্পী: হরিমতী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]