রূপের কুমার জাগো, নিশি হয় অবসান।

রূপের কুমার জাগো, নিশি হয় অবসান।
গাহিছে আলোক কুমারীরা, শোন ঘুম-ভাঙানিয়া গান॥
তুমি জাগিছ না বলি'
ফোটে না আলোর কলি,
তব ঘুমন্ত আঁখির পাতায় ঘুমায় আলোর প্রাণ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৭৩১। পৃষ্ঠা: ৫১৫ ]
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায় আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। পঞ্চম ও ষষ্ঠ খণ্ড। এন ৭৩৯৭। সুন্দরীদের গান।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি [ঘুমা ভাঙানিয়া গান]
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।