রূপের পেখম খু’লে ময়ুরীর প্রায়

রূপের পেখম খু’লে ময়ুরীর প্রায়
(তোর)দেহ নব নীরদ পানে যেতে চায়!
কোনো বাধা মানে না!
(বিজলিরে দীপ ভাবে, বাধা মানে ণা!
বাদল গরজিলে মাদল ভাবে সে,বাধা মানে না!
পুব-হাওয়ারে কানুর বেণুকা ভাবে সে,বাধা মানে না!
রাধা চরণ-ধূলি দে!
যে প্রেমে সব বাধা হয় রাধার কিম্করী, সেই প্রেম দে লো!
আমি উপনদীর মত লো
মিশিব তোর প্রেম-যমুনায় উপনদীর মত লো,
তোর সাথে কৃষ্ণ সাগর-তীর্থ যাব উপনদীর মত লো)॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০১২। পৃষ্ঠা: ৯২২ ]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।