রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে (reshmi churir tale krishnochurar dale)

রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
‘পিউ কাহাঁ পিউ কাহাঁ’ ডেকে ওঠে পাপিয়া॥
        আঙিনায় ফুল-গাছে
        প্রজাপতি নাচে,
ফেরে মুখের কাছে আদর যাচিয়া॥
        দুলে দুলে বনলতা
        কহিতে চাহে কথা,
বাজে তারি আকুলতা – কানন ছাপিয়া॥
        শ্যামলী-কিশোরী মেয়ে
        থাকে দূর নভে চেয়ে,
কালো মেঘ আসে ধেয়ে – গগন ব্যাপিয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি  গীতি-শতদল সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ  (এপ্রিল ১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গৌড় সারং- কাওয়ালি]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ২৪। গৌড় সারং- কাওয়ালি। পৃষ্ঠা ২৯৭-২৯৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৩৩। রাগ: গৌড় সারং, তাল: কাওয়ালি । পৃষ্ঠা: ৫১৬]
  • রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)]।  জেএনজি ১২৬। শিল্পী: মিস রাজলক্ষ্মী (ছোট) ]
  • বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: নৃত্যের গান। রাগাশ্রয়ী।
    • রাগ: গৌড়সারং
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সপ

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।