রেশমি রুমালে কবরী বাঁধি (reshmi rumale kobori badhi)

রেশমি রুমালে কবরী বাঁধি’ –
নাচিছে আরবি নটিনী বাঁদি॥
বেদুঈনী সুরে বাঁশি বাজে
রহিয়া রহিয়া তাঁবু মাঝে,
সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী॥
যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী
গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি॥
চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়,
দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্,
ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁখি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি  [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এন ৯৭৮৭। শিল্পী অণিমা (বাদল)। সুর: নজরুল ইসলাম। আরবী নাচের গান]
  • বেতার: জিপসীদের সঙ্গে (সঙ্গীতানুষ্ঠান)। কলকাতা বেতার কেন্দ্র। ২রা মার্চ ১৯৪০ খ্রিষ্টাব্দের  (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান: ৭.০৫-৭.৪৪ মিনিট
    • সূত্র: বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা ২৪৯]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ২৪ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।