লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ, জয় আখেরি নবী (loho salam loho, dweener badshah, joy akheri nobi)

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ, জয় আখেরি নবী।
পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি॥
তুমি আসার আগে ধরার মজলুম
করিত ফরিয়াদ, চোখে চিল না ঘুম,
ধরার জিন্দানে, বন্দী ইনসানে আজাদি দিতে এলে হে প্রিয় আল-আরবি॥
তব দামন ধরি’ যত গোনাহগার,
মাগিল আশ্রয়, তুমিই করিবে পার।
মানুষ ছিল আগে বন্য পশু প্রায়
কাঁদিত পাপে তাপে অভাব ও বেদনায়,
শান্তি-দাতা রূপে সহসা এলে তুমি ফুটিল দুনিয়াতে নব বেহেশ্তের ছবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে, টুইন গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৭৪১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৮।
  • রেকর্ড:  টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। এফটি ৪১০৮। শিল্পী: গণি মিঞা (ধীরেন দাস)]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [ইসলাম, নাত-এ-রসুল]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।