লাল টুক্‌টুক্ মুখে হাসি মুখখানি টুলটুল (lal tuktuk mukhe hashi)

লাল টুক্‌টুক্ মুখে হাসি মুখখানি টুলটুল।
বিনি পানে রঙ দেখে যায় লাল-ঝুঁটি বুলবুল॥
        দেখতে আমার, খুকুর বিয়ে
        সূর্য্যি ওঠেন উদয় দিয়ে,
চাঁদ ওঠে ঐ প্রদীপ নিয়ে গায় নদী কুল্‌কুল্॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল বৎসর  ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • পুতুলের বিয়ে
      • প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে। পঞ্চির গান।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে।  পঞ্চির গান। পৃষ্ঠা ৩৬০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৯০৬। নাটিকা: 'পুতুলের বিয়ে' তাল: দ্রুত-দাদ্‌রা। পৃষ্ঠা: ২৭৯]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি (ঊনপঞ্চাশতম খণ্ড)। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন‌স্টিটিউট। কার্তিক ১৩২৬/নভেম্বর ২০১৯]। পৃষ্ঠা: ৬৯-৭০। [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। শিল্পী: মিস মাণিকমালা। নম্বর জিটি ২৯] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্রিস আলী: ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মিস মাণিকমালা] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: শিশুতোষ [নাটক পুতুলের বিয়ে]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • গ্রহস্বর:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।