গরজে গম্ভীর গগনে কম্বু (goroje gomvir gogone kombu)

 রাগ: মালকোষ, তাল: তেওড়া
গরজে গম্ভীর গগনে কম্বু।
নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ।
সে নাচ হিল্লোলে জটা আবর্তনে
সাগর ছুটে আসে গগন প্রাঙ্গণে।
        আকাশে শূল হানি'
        শোনাও নব বাণী
        তরাসে কাঁপে প্রাণী
                প্রসীদ শম্ভু।।
ললাট শশী টলি' জটায় পড়ে ঢলি',
সে শশী চমকে গো বিজুলি ওঠে ঝলি'।
ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা,
মুরছে ভয় ভীতা নিশি নিরঞ্জনা।
        আঁধারে পথহারা
        চাতকী কেঁদে সারা,
        যাচিছে বারিধারা
                ধরা নিরম্বু॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার  'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল। এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
     
  • পত্রিকা: নওরোজ।শ্রাবণ ১৩৩৪ (জুলাই -আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। নেপথ্য গান।
  • গ্রন্থ:
    • ঝিলিমিলি (সংকলন গ্রন্থ)
      • প্রথম সংস্করণ (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ (একাঙ্কিকা)
      • নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সেতুবন্ধ। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। নেপথ্য গান। পৃষ্ঠা: ৩৬৭।
    • বুলবুল।
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। গান ২৯। মালকৌষ-গীতাঙ্গী
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৯। মালকৌষ-গীতাঙ্গী। পৃষ্ঠা: ১৭৪-১৭৫]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ধ্রুপদ। মালকোষ-গীতাঙ্গী। পৃষ্ঠা ১১২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।]  নজরুল গীতিকা।  ৯০। ধ্রুপদ। মালকোষ-গীতাঙ্গী।। পৃষ্ঠা: ২৩৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।