লোকে বলে রাধিকা সে কৃষ্ণ কলঙ্কিনী

লোকে বলে রাধিকা সে কৃষ্ণ কলঙ্কিনী
শ্যাম সোহাগী বলে ডাকে কুটিলা ননদিনী॥
        কেহ আড়ালে আবডালে
        মোরে কলঙ্কিনী বলে,
কানু যে মোর বাঁশির সুরে, ডাকে কমলিনী॥
        আর সহিতে পারি না,
        কলঙ্কিনীর গঞ্জনা,
ওহে কানু কালো সোনা, কাঁদে বিনোদিনী॥
        কানু, বলি হে তোমারে,
        নাহি যাব অভিসারে,
যদি না চিরতরে, ঘোচাও নাম কলঙ্কিনী॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কলঙ্কভঞ্জন। প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। রাধার গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১২২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৬৫]
  • বিষয়াঙ্গ: কৃষ্ণপালা অবলম্বনে রচিত 'কলঙ্কভঞ্জন' পালার চাপান সং'-এর তৃতীয় গান। ভণিতা নাই ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।