শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ঐ (shonkashunno lokhho konthe bajichhe shonkhho oi)

মার্চের সুর। তাল: দ্রুত দাদরা
শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ঐ
পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই॥
আগে জাগে বাধা ও ভয়
ও ভয়ে ভীত নয় হৃদয়
জানি মোরা হবই হব জয়ী॥
জাগায়ে প্রাণে প্রাণে নব আশা, ভাষাহীন মুখে ভাষা
হে নবীন আন নব পথের দিশা নিশি শেষের ঊষা
কেহ নাই দেশে মানুষ তোমরা বৈ॥
স্বর্গ রচিয়া মৃত্যুহীন চল্ ওরে কাঁচা চল নবীন
দৃপ্ত চরণে নৃত্য দোল জাগায়ে মরুতে রে বেদুইন!
'নাই নিশি নাই' জাগে শুভ্র দীপ্ত দিন।
নাই ওরে ভয় নাই জাগে ঊর্দ্ধে দেবী জননী শক্তিময়ী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মুয়াজ্জিন পত্রিকার ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
     
  • পত্রিকা: মুয়াজ্জিন [ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)]
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৪১। মার্চের সুর
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। গান সংখ্যা ৪১। পৃষ্ঠা: ২১৭।
  • রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ২৯৬৭। শিল্পী: কমল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড।  প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২২ সংখ্যক গান] [নমুনা]
  • সুর: London Philharmonic Orchestra (রেকর্ড)]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্বদেশ
    • সুরাঙ্গ: মার্চের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।