অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর। [ongod, padop pathor anilo bistor]

গোদাকবির বর্ণন: অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর।
                       সজোরে হানিল তার রথের উপর॥
                       স্বর্ণ রথ বিচূর্ণ হইল তখনি।
                       মেঘের আড়ালে গিয়ে লুকায় রাবণি॥
অঙ্গদ              : কোথায়, কোথায়, মেঘনাদ, আয় দেখি তোরে।
                       কর যুদ্ধ সম্মুখ সমরে।
মেঘনাদ           : যুদ্ধের কৌশল আছে নানা।
                       মেঘের আড়ালে যুদ্ধ আছে মোর জানা॥
                       অলখিতে বধেছিলে বালী সম বীরে।
                      মেঘের আড়ালে থাকি বধিব তোমারে॥
                      মহাবীর শ্রীরাম লক্ষ্মণ অযোধ্যা কুমার।
                      মিটিয়াছে সাধ এবে সীতার উদ্ধার।

 

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: 'মেঘনাদ বধ‌'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৬৩৯। পৃষ্ঠা: ৮০৮]

সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।