গানগুলি মোর আহত পাখির সম (gaan guli mor ahoto pakhir shomo)
রাগ: ভৈরবী, তাল: দাদ্রা
গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম॥
বাণ-বেঁধা মোর গানের পাখিরে
তুলে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার সুন্দর অনুপম॥
তারা সুরের পাখায় উড়িতেছিল গো নভে —
তব নয়ন-শায়কে বিঁধিলে তাদের কবে।
মৃত্যু-আহত কণ্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ার —
মরণ বিষাদে অমৃতেরই স্বাদ আনিলে নিষাদ মম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম জয়তী পত্রিকার বৈশাখ ১৩৩৮ (এপ্রিল-মে ১৯৩১) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- সুর ও সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ১। ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ২২১]
- পত্রিকা:
- জয়তী [বৈশাখ ১৩৩৮ (এপ্রিল-মে ১৯৩১) সংখ্যা]
- জয়তী [বৈশাখ ১৩৩৮ (এপ্রিল-মে ১৯৩১) সংখ্যা]
- রেকর্ড:
- এইচ.এম.ভি। জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)। পি ১১৭৪৭। শিল্পী: আঙ্গুরবালা।
- টুইন। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)। এফ.টি ৩৩৩৫। শিল্পী: আঙ্গুরবালা।
- এইচএমভি। আগষ্ট ১৯৪০ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭)। এন ১৭৪৯২। শিল্পী: বীণা চৌধুরী।
- এইচএমভি। জুলাই ১৯৪৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭)। এন ২৭৬১৬। শিল্পী: বীণা চৌধুরী। [শ্রবন নমুনা]
- সুর ও সাকী
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- সুরকার:
- নজরুল ইসলাম [এইচ.এম.ভি রেকর্ড 'জুন ১৯৩২' এবং টুইন রেকর্ড 'জুন ১৯৩৪']
- শৈলেশ দাশগুপ্ত [এইচ.এম.ভি রেকর্ড 'জুন ১৯৪০' ও 'জুলাই ১৯৪৬']
- সুরকার:
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ২৫তম গান। [নমুনা]
- সুধীন দাশ ও সেলিনা হোসেন। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৭শ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দ। ৬ সংখ্যক গান। [নমুনা]
- ইদ্রিস আলী। [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯। রেকর্ডে (এন ২৭৬১৬) বীণা চৌধুরী-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা