শিব-অনুরাগিণী গৌরী জাগে

শিব-অনুরাগিণী গৌরী জাগে।
আঁখি অনুরঞ্জিত প্রেমানুরাগে॥
স্বপনে কি শিব এসে
বর দিল বর-বেশে,
বালিকা বলিতে নারে, শরম লাগে॥
'কি হয়েছে উমা তোর' -গিরিরানী সাধে,
কে মাখালো কুঙ্কুম্ ভোরের চাঁদে?
লুকায় মায়ের বুকে
বলিতে বাধে মুখে,
পাগল শিব ঐ রূপ-ভিক্ষা মাগে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১‌৭৪৮। রাগ: গৌরী (ভৈরব ঠাট)। তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৫২০]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৩৬। পৃষ্ঠা: ১৪৪]
    • বেণুকা।  নজরুল ইন্সটিটিউট ঢাকা। আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ/ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দ। [নমুনা]
  • [শ্রবণ নমুনা]
    •  
  • স্বরলিপিকার ও স্বরলিপি: জগৎ ঘটক বেণুকা। [নমুনা]
  • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত, শিবপূজা]
  • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
  • গ্রহস্বর: ঋসা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।