শিবা হয়ে পরাজিতে পশুরাজে সাধ

শিবা হয়ে পরাজিতে পশুরাজে সাধ।
জ্ঞান নাই কি তোর কাণ্ডাকাণ্ড হয়েছিল উন্মাদ।
অজা হয়ে কোন্ সাহসেতে ভেক হয়ে ফণীর সাথে বাধ
বাধ্ সাধিস্ মহাবলী বাঘের সাথে তুমি বাধ॥
শুকর মত্ত করীবরে যুদ্ধে কি কখনো পারে
খঞ্জে লম্ফে মহাবীর একি পরমাধ॥
নজরুল এসলাম বলে, সাবাস্
ধোপার মুটের গাধা তাজী ঘোড়া জিনিতে আশ।
সাবাস্ তোরে সাবাস্-
 ধিক্ তোরে উন্মাদ॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • সাঁকো। শারদীয়া সংখ্য ১৩৬২। পৃষ্ঠা: ১৮।
    • 'শকুনি বধে'র একটি গান। নজরুল-চরিতমানস (প্রথম ভাগ, দ্বিতীয় অধ্যায়। নজরুল জীবন)। সুশীলকুমার গুপ্ত। দেজ পাবলিশিং। কলিকাতা। চতুর্থ সংস্করণ: এপ্রিল ২০০৭, বৈশাখ ১৪১৪। পৃষ্ঠা: ৩৪-৩৫
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫১৮। পৃষ্ঠা: ৭৭৬]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা বা চাপান-উতোর সং-এর অংশের গানের অংশ হিসেবে পাওয়া যায় নি । ভণিতা নজরুল ইসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।