শুঁট্কি আমি বুড়ি

 শুঁট্কি আমি বুড়ি।
বয়স এই আট কুড়ি (আঁটকুড়ি নয়, আট কুড়ি!)
আমায় দেকেই লেপ মুড়ি দেয় জোয়ান ছোঁড়া ছুঁড়ি॥
মোর কাঁপুনি দিয়ে আমি সবারিই হাড় কাঁপাই,
বড় খুশি হই, সকালে যদি এক কাপ চা পাই,
(আজও) ঘুড়ি উড়াই নাতির সাথে যদিও থুথুড়ি॥
(আমার) চুল হয়েছে শোনের নুড়ি
আমি মান্ধাতারই খুড়ি,
তবু উনুনশালে ব’সে চিবাই কড়াই ভাজা মুড়ি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৩৫। পৃষ্ঠা: ৭৫৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।